করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্ববাসী ঘরবন্দী রয়েছেন। বাংলাদেশেও ঘরবন্দী রয়েছেন মানুষেরা। এতে করে দেশের নিম্ন আয়ের মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ। দিনভর খাবারের সন্ধানে থাকাই এখন তাদের মূল যুদ্ধ। সাংগঠনিকভাবে নানা উদ্যোগ থাকলেও ব্যক্তি উদ্যোগে খুব কম মানুষই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এ সময়ে নিম্ন আয়ের এ মানুষগুলোকে সহযোগিতা করছেন বিত্তবানরা। তারই ধারাবাহিকতায় এবার বেতনের টাকায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছালমা আক্তার। তার উদ্যোগে ও তত্বাবধানে রোববার ওই এলাকায় প্রায় ২শ ২০ কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও ৮০জন নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ প্রধান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুজামান লেবু, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ। খাদ্যসামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, আলু, চিনি, তেল, ছোলা, মুড়ি, পিয়াজ, খেঁজুর, সেমাই, সাবান, লেবু ও প্রয়োজনীয় ঔষধ।