শেরপুরের ঝিনাইগাতীতে বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে থানার পুরাতন ভবণের সামনে থেকে ওসি মিজানুর রহমান পেঁচাটি উদ্ধার করে জেলা পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণিকে অবহিত করেন। পরে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. নিশাত হাসান রনি জানান, পেঁচাটি বিরল প্রজাতির স্বর্ণ পেঁচা।
উদ্ধারকৃত পেঁচাটি জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পেঁচাটি বর্তমানে অসুস্থ আছে। সুস্থ হবার পর বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি নিয়ে পেঁচাটি উপযোগী বনে অবমুক্ত করা হবে।