শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সকাল ৯ টার দিকে উপজেলার মাটিয়াপাড়া বিদ্যুৎ সাবস্টেশন এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বিদুৎ অফিস থেকে টেলিফোনে বিদুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর দিলে আমরা ঘটনাস্থল হতে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছি এবং সনাক্তের জন্য মর্গে প্রেরন করেছি। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে।এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।