শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক (বিডিএন) ও জেটিভি ক্যাবল নেটওয়ার্কের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিডিএন ও জেটিভি ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান হালিমের আয়োজনে শুক্রবার ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ঝিনাইগাতী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকূড়া ইউপি চেয়ারম্যান আইয়্যুব আলী ফর্সা, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আবু বাহারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।