ঝিনাইগাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
শেরপুরের ঝিনাইগাতীতে ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিনাইগাতী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন স্থানীয় নিকাহ রেজিষ্ট্রারগণ। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মিস রবেতা ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খোকা, অধ্যাপক আবুল হাশেম, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সহকারী শিক্ষক শরিফা বেগম, বেতার শিল্পী ওয়াহিদ মুরাদ, সংগঠনের সহ সভাপতি আইয়ুব আলী বিদ্যুৎ, প্রচার সম্পাদক জাহিদুল হক মনির ও নিকাহ রেজিষ্ট্রার সৈয়দ আহম্মদ প্রমুখ।
সভা শেষে উপস্থিত নিকাহ রেজিষ্ট্রারগণ, জনপ্রতিনিধিসহ সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ করান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।