বন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে সহ¯্রাধিক পুকুর তলিয়ে প্রায় ৪ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে প্রায় ৭শত মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে করে ওই মৎস্য চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৭ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলায় ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়ন গুলোর বিভিন্ন এলাকার সহ¯্রাধিক পুকুর ও খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে পুকুরে চাষ করা দেশীয় নানা প্রজাতির ৫০ লাখ পোনা ও ছোট-বড় ২২৫ মেট্রিকটন মাছ। বাজারে এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওই মৎস্য কর্মকর্তা।
গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক বলেন, এবারের বন্যায় সবেচেয়ে মৎস্য চাষী বেশি ক্ষতি হয়েছেন। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদেরকে সরকারীভাবে সহায়তার পাশাপাশি তাদের নামে সুদ মুক্ত ঋণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রালয়ে কথা বলবেন তিনি।