শেরপুরে ঝিনাইগাতীর গান্ধিগাঁও এলাকায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। ১৯ এপ্রিল বুধবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৬৫) ওই গ্রামের লস্কর আলীর ছেলে।
ঝিনাইগাতী উপজেলার কাংশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত আজিজুল হক তার মামা। নিহত আজিজুল বৃষ্টির সময় নিজ ঘরে বসে গৃহাস্থলির কাজ করছিলেন এমন সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় । পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।