যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, ও থানা পুলিশ।
পরে প্রশাসনের আয়োজনে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওইখানে গিয়ে শেষ হয়। পরে ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা হয়।
এতে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামসুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ।