শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশানের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু’র জীবনীর উপর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। ওই সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম ওয়ারেজ নাঈম, (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মালিঝিকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়া জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদ এবং ধর্মীয় উপসনালয় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।