You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে বই বিতরণ উৎসব পালিত

সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে বই বিতরণ উৎসব ২০১৯ পালিত হয়েছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাঠ্যবই।

উপজেলার প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব-স্ব প্রতিষ্ঠানে মঙ্গলবার সকাল ১০টায় এ উৎসব উদযাপন করেন। আর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন উৎসবে আগত অতিথিবৃন্দ।

ঝিনাইগাতী সরকারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রুবেল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!