You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে পন্ড হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের নবম শ্রেণি (১৪) পড়ুয়া এক কিশোরীর বিয়ে পন্ড করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্য বিয়ের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান বিয়ে বাড়িতে অভিযান চালান। এ সময় মেয়ের বাবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে চাইলে মেয়ের বাবা নিঃশর্ত মা চান এবং নিজের অপরাধ স্বীকার করেন। পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে পড়াশুনা করাবে বিয়ে দিবে না এই মর্মে মেয়ের বাবা লিখিতভবে মুচলেকা দেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!