শেরপুরের ঝিনাইগাতীতে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হকের আয়োজনে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।
এর আগে সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক বক্তব্য রাখেন। এ ইফতার ও দোয়া মাহফিলে আওয়ামীলীগসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় আড়াই হাজার মানুষ অংশ গ্রহণ করেন।