ঝিনাইগাতীতে পুলিশের বৃক্ষরোপণ অভিযান
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা চত্ত্বরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খালিদ বিন নূর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, এএসপি (প্রবি) নাসরিন আক্তার।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে দুর্নীতি, সন্ত্রাস, ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আনার উল্ল্যাহ, সাধারন সম্পাদত মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক মো. শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।