শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৮ পিস ইয়াবাসহ সেলিম ক্যানভাসার (৩৫) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নরসিংদী জেলার শেকের চর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে সেলিম ক্যানভাসারকে ঝিনাইগাতীর মোল্লাপাড়া রোড থেকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেলিম ক্যানভাসারের বিরুদ্ধে চুরির মামলার দুইটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত সেলিম তার শ্বশুরবাড়ী ঝিনাইগাতীর নয়াগাঁও মোল্লাপাড়ায় থাকত।
অপরদিকে, একই দিনে বাকাকুড়া গ্রামের সুলেন মারাকের ছেলে প্রদীপ সাংমা (৩৮) কে পুলিশ ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে।
ঝিনাইগাতী থানার ওসি মোঃ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝিনাইগাতী থানা পুলিশ মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পয়োয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।