পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শেরপুরের ঝিনাইগাতীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার কালিবাড়ি বাজারে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, মালিঝিকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আ’লীগ নেতা নমশের আলী প্রমুখ। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন,‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।’