জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ নির্মূল করতে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সবাই জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার আসামি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের উদ্দেশ্যেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।