শেরপুরের ঝিনাইগাতীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সমাপনী দিনে আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফারহানা করিম। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রমুখ। পরে মেলায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ ও স্কুল পর্যায়ে প্রথম হয়েছে উত্তরণ পাবলিক স্কুল।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজিত মেলায় উপজেলার ১৫শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।