শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাক্ষে পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ এবং ট্রেড কমিশনের সদস্য ও যুগ্ম সচিব শাহ মো. আবুরায়হান আল বেরুনী।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রমুখ।