শেরপুরের ঝিনাইগাতীতে পঁচা ও বাসি মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত নবী হোসেন ঝিনাইগাতী বাজারের আবুল হোসেনের ছেলে। ঝিনাইগাতীর ইউএনও ও নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন আজ ২৯ এপ্রিল শনিবার সকালে এ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঝিনাইগাতী বাজারে অভিযান চালান। এসময় আদালত ২০১১ সনের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারায় পঁচা ও বাসি মাংস বিক্রির দায়ে নবী হোসেনকে অভিযুক্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও ও নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন মাংস ব্যবসায়ীকে অর্থদ- প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।