উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বৃহস্পতিবার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় যৌথভাবে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। বক্তব্য দেন জেলা প্রশাসক আনার কুলি মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য এ উপজেলায় ৫৩টি কেন্দ্রের জন্য প্রিজাইডিং ৬০জন, সহকারী প্রিজাইডিং ৩৬৭জন,ও পোলিং কর্মকর্তা ৭৪৩জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।