শেরপুরের ঝিনাইগাতীতে নিরাপদ খাদ্য, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কর্মশালার উদ্বোধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম রবি। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পল্লী চিকিৎসক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩০ জন মানুষ অংশগ্রহণ করেন। এতে নিরাপদ খাদ্য গ্রহণ, ভেজাল খাদ্য পরিহার করা ও সঠিক খাদ্যাভাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।