শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৮ আগষ্ট সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, আদিবাসী নেতা রবেতা ম্রং, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু ও ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও ফারহানা করিম উপজেলা নির্বাহী হিসেবে ঝিনাইগাতী উপজেলায় ২৪ আগষ্ট বৃহস্পতিবার যোগদান করেন। নবাগত ইউএনও ফারহানা করিম তার বক্তব্যে বলেন, সকলের সহযোগীতা পেলে ঝিনাইগাতী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। উল্লেখ্য, নবাগত ইউএনও ফারহানা করিম ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন। তিনি জামালপুর জেলার বাসিন্দা। তিনি ২৯তম বিসিএস ক্যাডার।
শেরপুর টাইমস/ বা.স