শেরপুরের ঝিনাইগাতীতে গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ওষুধের দোকানে এবং কাঁচা বাজারগুলোর সামনে গোল বৃত্ত এঁকে দিলেন থানা পুলিশ। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌসের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার শহর ও তিনআনী বাজারের বেশ কিছু ওষুধের দোকানে বৃত্ত এঁকে দেওয়া হয়। এ সময় দিয়ে জনসাধারণকে নূন্যতম দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে মাইকে প্রচারণা চালানো হয়।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া নিষেধ করেছে প্রশাসন। একই সঙ্গে বার বার বলা হচ্ছে ‘সামাজিক দূরত্ব’ তৈরি করতে। বাজারগুলোতে ওষুধ, শাক-সবজি, মাছ-মাংস, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এসব সামগ্রী কিনতেও যেন মানুষের কমতি নেই। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে ওষুধের দোকানে এবং কাঁচা বাজারগুলোর সামনে গোল বৃত্ত এঁকে দিলেন থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, করোনা সংক্রমণ রুখতে দূরত্ব বজায় রাখা উচিত। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে আমরা করোনাভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে নূন্যতম দূরত্ব বজায় রাখতে হবে। যাতে তিনি, তার পরিবার, আমি-আমরা সকলে নিরাপদ থাকতে পারি। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সহযোগিতা পেলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে মনে করি।