‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে আলোচনা সভা ও মাবনবন্ধনের আয়োজন করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আবুল হাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, হাজী অছি আমরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত সমাজে প্রতিটি মানুষকে তার প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হয় না। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে।
সভা শেষে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে আধঘন্টাব্যাপী মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।