শেরপুরের ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধে সরকারকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যপক আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম।
বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক একেএম নূরে আলম সিদ্দিক। সভায় উপজেলার সকল সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।