You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে দায়ের কোপে নিহত ১

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের কোপে শাহাবদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সদর ইউপির সালধা মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবদ্দিন ওই গ্রামের আব্দুল লতিফ ওরফে জঙ্গু মিয়ার ছেলে।

উপজেলার সালধা গ্রামের কলিম উদ্দিনের ছেলে হেলাল পারিবারিক শত্রুতার জেরে প্রতিবেশী শাহাবুদ্দিনের মাথায় দা দিয়ে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলায় হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!