শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার কালিবাড়ি নজরুল একাডেমীতে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ (ডপস) এ পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষায় অংশ নেয় জেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ থেকে জিপিএ-৫ প্রাপ্ত বর্তমানে নবম শ্রেনীতে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
পরীক্ষা পরিচালনা করেন জোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও কবি সাহিত্যিক হাসান শরাফত এর তত্ত্বাবধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ডপস সদস্যরা। পরীক্ষার আগে জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহীন মিয়া, বিএসপি জানান, পরীক্ষায় পাঠ্যবই থেকে বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণজ্ঞানে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবে পরবর্তীতে সরজমিনে পরিবারের অবস্থা যাচাইপূবক ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তাদেরকে প্রতিমাসে শিক্ষা সহায়ক উপকরণ ও উচ্চ শিক্ষার জন্য সহায়তা প্রধান করা হবে। ২০১৬ সাল থেকে এ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।