শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান।
এতে বক্তব্য দেন শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এফএম মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়। মেলায় কৃষি বিভাগসহ উপজেলার বিভিন্ন নার্সারির নয়টি স্টল রয়েছে।