শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনাআনী বাজারে সামান্য বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পেতে ড্রেন নির্মাণ করে রাস্তার পানি নিষ্কাশন করার দাবিতে মানববন্ধন করেছেন জাসদ।
আজ সোমবার সকাল ১১ টায় তিনআনী-নালিতাবাড়ি সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার তিনশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদের তিনাআনী শাখার সভাপতি রফিকুল ইসলাম সানা।
এতে বক্তব্য দেন উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, অগ্রণী ব্যাংক তিনাআনী শাখার ব্যবস্থাপক শরীফ হোসেন সরকার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রফিকুল ইসলাম মান্নান, জাসদ ছাত্রলীগের উপজেলা সভাপতি আনিছ প্রমুখ।
বক্তারা, ড্রেন নির্মাণের জন্যে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক ও সংশ্লিষ্ট কৃতপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
ড্রেন নির্মাণ বিষয়ে জানতে চাইলে শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুবাসশিরা সাদিয়া হক বলেন, তিনাআনী বাজারের সড়কের দু’পাশে সরু ড্রেন আছে। এটি পরিস্কার রাখার জন্যে জনগণের সচেতনতা দরকার। হয়ত ড্রেনটি ময়লায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় পানি চলাচল করতে পারছেন না, এর কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, এর আগে ড্রেনটি পরিস্কার করা হয়েছিল। তবে রাস্তার পানি নিস্কাশনের জন্যে ড্রেন পুনঃনির্মাণ বা সংস্কারের জন্যে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।