শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে দুলাল (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও একজন। রোববার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে কুমড়ী এলাকার আনাত উল্লাহর ছেলে। আহত মোটরসাইকেল আরোহী রমজান আলী (৫০) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইগাতীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এসময় উপজেলার তেঁতুলতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দুলাল মিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে কৌশলে দ্রুত ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।