শেরপুরের ঝিনাইগাতীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগনকে অবহিতকরণ ও সম্পৃক্তকরনের লক্ষ্যে বিশেষ প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. আয়ুব আলী ফর্সা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জরুল ইসলাম, নলকুড়া ইউপি সচিব মো. সাইফুল আলম প্রমুখ।
আলোচনা সভার পরে জেলা তথ্য অফিসের সৌজন্যে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক স্বল্প দৈর্ঘ্যরে এক বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিস ওই প্রদর্শনীর আয়োজন করে।