শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লী পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বেদে সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ এবং জীবনমান উন্নয়নে জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশে বেদে পল্লী পরিদর্শন করেন তিনি।
এসময় ওই পল্লীতে বসবাসকারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে তাদের চিকিৎসা, শিক্ষা, জন্মনিবন্ধন, স্যানিটেশন, বাল্যবিয়ে নিয়ে মোটিভেশন করা হয়। বেদে পল্লীর বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদকে তাদের বিভিন্ন সমস্যা সর্ম্পকে অবগত করেন। তন্মমধ্যে ঝিনাইগাতী-বাকাকুড়া সড়ক হতে তাদের পল্লীতে যাতায়াতের রাস্তা নেই। তাই রাস্তা নির্মাণের জোর দাবি জানান তারা।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের নির্দেশে বেদে পল্লী পরিদর্শন করেছি। তাদের খোঁজ-খবর নিয়েছি। তাদের যাতায়াতের রাস্তা নেই। আশা করছি দ্রæত সময়ের মধ্যে সরকারি প্রকল্প গ্রহণ করে রাস্তা নির্মাণ কাজ শুরু করব।