শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎসা কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী।
এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারি প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহ, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। পরে জাতীয় মৎস্য উদযাপন উপলক্ষে ২৪ জুলাই হতে আগামী ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন উপজেলা মৎস্য দপ্তেরর ক্ষেত্র সহকারি গোলাম হোসেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত এ মতবিনিময় সভায় মৎস্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন