শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ মো. রাসেল মিয়া (২৭) নামে একজনকে গ্রেফার করেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল নালিতাবাড়ি উপজেলার রাজনগর গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় চোরাই মোটর সাইকেল কেনা-বেচা করার গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দেবোত্তরপাড়া এলাকায় অভিযান চালান। এসময় একটি কালো রংয়ের বাজাজ পালসার-১৩৫ সিসিসহ রাসেলকে গ্রেফতার করা হয়।
থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের বলেন, গ্রেফারকৃত রাসেলের বিরুদ্ধে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন থানায় মামলা দায়ের করেছেন। তাকে মুখ্য বিচারিক হাকিম আদালতে সৌপর্দ করা হয়েছে।