শেরপুরের ঝিনাইগাতীতে ‘গুজব’ ঠেকাতে ইমাম সমাবেশ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টায় থানা চত্তরে জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক।
সমাবেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সারা দেশে কাল্লা কাটা গুজব ছড়িয়ে পড়ার ফলে দেশব্যাপী একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। যে কোন ধরনের তথ্য ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য ইমামদের কাছ থেকে সহযোগিতা চেয়ে মসজিদে মসজিদে জুম্মার নামাজের আগে বয়ানে মুসিল্লীদেরকে গুজব, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস সম্পর্কে সচেতন করা জন্য আহ্বান জানান।
সমাবেশে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, রাংটিয়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির প্রমুখ।