You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান

শেরপুরের ঝিনাইগাতী বাজারে মঙ্গলবার (৮ আগষ্ট ) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে খাদ্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মুনতাসির বিল্লাহ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নাফ ও ঝিনাইগাতী থানার এসআই আব্দুল করিম।
ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে এ অভিযানে বাজারের থানা মোড়ের হোটেল মালিক বিকাশকে ৩ হাজার টাকা, ফকির আলীকে ৫ হাজার টাকা এবং মুদি দোকানদার মজনুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম উপস্থিত সাধারণ জনগণকে বলেন, মাসে অন্তত ১ বার এ অভিযান পরিচালনা করা হবে।

শেরপুর টাইমস/বা.স

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!