শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ইউএনও রুবেল মাহমুদ। ২০১৮-১৯ মৌসুমে খরিপ-২ এর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ ও সার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. শাহ আলম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, উপজেলার ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫কেজি করে মুগডাল বীজ, ১০কেজি করে ডিএপি ও ৫কেজি করে এমওপি সার দেওয়া হয়।