ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শেরপুরের ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’ এর আয়োজনে ওই সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তাজ ফান্ডেশনের চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ওসাকা পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, উম্মে কুলছুম, সংঠনের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আমীন মুক্তা, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, সদস্য প্রভাষক মো. আয়ুব আলী বিদ্যুৎ, বিসিএস ক্যাডার মো. হান্নান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিসিএস ক্যাডার ২জন, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭১জন ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা রকম সেবামূলক কর্মকান্ডের আয়োজন করে আসছে।