ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকার স্থানীয় নেতৃবৃন্দ , সাধারণ জনগনের সাথে মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ বিরোধী এ কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ।
কাংশা ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ ফকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস , কমিউনিটি পুলিশিং ফোরাম, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ারুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী ফর্সা, নাকশী বিজিবি ক্যাম্প কমান্ডার আঃ আজিজ দুদু, সাধারন সম্পাদক, কাংশা ইউপি কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে কোন মাদক ব্যবসায়ী যেন ভারতীয় মদ মজুদ ও বিক্রয় করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং আইন শৃংখলা বাহীনিকে তথ্য জানাতে অনুরোধ করেন। এছাড়াও গজনী অবকাশে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দেন ।