কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ক্লিনিক বন্ধ রেখে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে অংশ নেয়ায় শেরপুরের ঝিনাইগাতীতে ২২টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন তৃণমূলের নিম্ন আয়ের মানুষ। বাড়ির পাশের ক্লিনিকে সেবা না পেয়ে তারা যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা বেসরকারি ক্লিনিকে। কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকায় প্রায় লক্ষাধিক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর হাতের নাগালে স্বাস্থ্যসেবা কার্যক্রম পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার সারাদেশের ন্যায় এ উপজেলায় ২২টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে। এসব ক্লিনিকে প্রায় ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করত সরকার। যে কারণে মানুষ এর সুফল পেয়ে আসছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামায় ক্লিনিকগুলো প্রায় এক মাস ধরে বন্ধ থাকায় ভেঙে পড়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা। ফলে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসা গ্রামের শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার বালিয়াগাঁও গ্রামের কৃষক মো. সাদ্দাম ম-ল বলেন, গত ৩/৪দিন ধুইরে ঠা-া জ্বরের ওষুধ নেওয়ার আইসে আমগুর গেরামের হাসপাতাল বন্ধ থাহায় আইজ(শনিবার) বড় হাসপাতালে ওষুধ নিবার আইছি।
এব্যাপারে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন উপজেলা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের নিয়োগ দেন। কিন্তু অদ্যাবধি আমাদের চাকরি জাতীয়করণ করেনি। তাই বিভিন্ন কর্মসূচি শেষে আমরণ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চাকরি জাতীয়করণের ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান শাহীন বলেন, ‘সিএইচসিপিদের কর্মসূচির জন্যে তারা কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ রেখেছে। তবে আমরা স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারীদের দিয়ে যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা করছি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।