শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে আরিয়ান নাফিজ নামে আড়াই মাস বয়সের এক শিশুর মরদেহ উত্তোলন করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
আদালতের নির্দেশে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইগাতী থানার পুলিশ উপজেলার চাপাঝোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আরিয়ান নাফিজ উপজেলার চাপাঝোড়া গ্রামের বিলাল হোসেন ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি তারিখে নাফিজের মৃত্যু হয়। তার মা খাদিজা বেগম এই মৃত্যুর বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করেন পুলিশ। এতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবক্কর ছিদ্দিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।