শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল চাষাবাদ কৌশল, রোগ ও বালাই ব্যবস্থাপনা এবং সংরক্ষণ পদ্ধতির ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ২০২২-২০২৩ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও নাদিয়া আক্তার এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এ প্রকল্পের আওতায় উপজেলার অনেক কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কন্দাল ফসল চাষে বেশ উপকৃত হবেন।
প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকল কৃষক-কৃষাণীর হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
Shakil
Shakil Sherpur