শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করেন।
এদিন সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ অভিভাবকদের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি। মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে ছাত্রদলের ঝিনাইগাতী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসব কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো. আরেফিন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক মো. আব্দুল মোতালেব, ছাত্রদল নেতা ফাহিম, জিহাদ, রেজুয়ান, হৃদয় প্রমুখ।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরেফিন সোহাগ বলেন, সারাদেশে প্রচুর গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদের বসার ব্যবস্থাসহ তাদের পানি ও খাবার স্যালাইন দেওয়া হয়।