You dont have javascript enabled! Please download Google Chrome!

ঝিনাইগাতীতে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

‘ক্রান্তিকালে এসেছি, যুদ্ধে যুদ্ধে বেড়েছি’ এ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সভাপতি তপন সারোয়ার।

এতে সভাপতিত্ব করেন বেতারশিল্পী এনএম ওয়াহীদ মুরাদ। বক্তব্য দেন- জেলা উদীচীর সাধারণ সম্পাদক রিতেশ কর্মকার, ঝিনাইগাতী শাখার সাবেক সভাপতি মো. জহুরুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. নূর এ আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, সংস্কৃতিকর্মী মো. আইয়ুব আলী বিদ্যুৎ প্রমুখ।

পরে সম্মেলনে মো. জহুরুল হক মিলনকে সভাপতি ও মো. হারুন অর রশদীকে সম্পাদক করে ১৯ সদস্যের ঝিনাইগাতী উপজেলা শাখার কমিটি গঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!