শেরপুরের ঝিনাইগাতীতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় স্থানীয় মিলমালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ঝিনাইগাতী আহ্লে সুন্নাতওয়ালে জামাত ঐক্য পরিষদ এক আলোচনা সভার আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মৌঃ মোহাম্মদ আলী আল-মোজাদ্দেসী।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ইউএনও ফারুক আল মাসুদ, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, আয়োজক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাবেক সভাপতি মো. জামাল শেখ প্রমুখ। সভার সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক সিদ্দিক আলম।
পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলমালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতি প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি র্যালীতে অংশ নেন। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।