শেরপুরের ঝিনাইগাতীতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার জন্য খোলা তহবিলে ১২ হাজার টাকা দিলেন ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’ নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (৬ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের হাতে এ টাকা তুলে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদ মো. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, কোষাধ্যক্ষ মো. কহিনুর ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মারুফ হাসান, কার্যকরী সদস্য- মানিক, এ বি সিদ্দিক, মো. হাবিবুল্লাহ প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. হারুন উর রশিদ বলেন, করোনা জাতীয় দুর্যোগ। করোনা পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইগাতী উপজেলার ইউএনও মহোদয়ের এমন পদক্ষেপকে স্বাগত জানাই। ইউএনও মহোদয়ের ডাকে সারা দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস। এখানে কতটাকা দিলাম সেটা মুখ্য নয়; দুর্যোগকালীন সময়ে আমরা সামান্য অর্থ যদি আমাদের এলাকার কাজে লাগে তাতেই আমরা সন্তুষ্ট।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত মাসে এক শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’।