আকস্মিকঝড়ে ঝিনাইগাতীতে অর্ধশত বছরের একটি কড়ই গাছ ভেঙে গেছে। শেরপুর ঝিনাইগাতী আঞ্চলিক সড়কের ঝিনাইগাতী থানা মোড়ে এই ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘন্টা ভারী যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা শেরপুর টাইমসকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড়ে গাছটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সরিয়ে রাস্তা স্বাভাবিক করেন।
স্থানীয় শাজাহান খান শেরপুর টাইমসকে বলেন, এই কড়ই গাছটির বয়স প্রায় ৫০ বছরের বেশি হবে। এটিই ঝিনাইগাতী বাজারের বয়ষ্ক গাছের একটি। উপরে ডালের ভাড়ে বাতাসের বেগেই এটি ভেঙে গেছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর টাইমসকে মুঠোফোনে বলেন, আকস্মিক ঝড়ে গাছটি ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এটি বাদে উপজেলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।