শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ‘ঝিনাইগাতী হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপের আয়োজনে অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুন) বিকালে ঝিনাইগাতী বাজারের পিজ্জা প্লেস এ বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ওই গ্রুপের প্রতিষ্ঠাতা মোরাদ হোসেন চাঁন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- তানভীর আনজুম শিশির, ১ম রানার আপ- শরিফ আনিসা অপূর্ব , ২য় রানার আপ- মাসুম পারভেজ রুবেল। এসময় ওই গ্রুপের অন্যান্য এডমিনগণ উপস্থিত ছিলেন।