শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঝিনাইগাতী ব্রীজ পাড় রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলা শারমীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তি সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হুমায়ুন খান প্রমুখ।
উৎসবে বল কুড়ানো, বেলুন ফুটানো, ছেলে-মেয়েদের ১০০ মিটার দৌড়, বালিশ খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ১২০ জন শিশু। প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী শিশুদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।