শেরপুরের ঝিনাইগাতী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত গড়ার লক্ষে এক মতবিনিময় সভা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজলো প্রশাসন এ সভার আয়োজন করে। এতে অংশ নেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, নিকাহ রেজিস্ট্রার (কাজী), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, থানার উপ-পরির্দশক (এস আই) হারুন, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নিকাহ রেজিস্ট্রার (কাজী) আক্তার, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।